কালে কালান্তরে নানান জগতেরে তুমিই করো বিরাজমান;
তোমারি সব, ওরে, সঁপিয়া তোমারে জপি গো তোমারি গান।
ওহে চিরমহান, করিছে তব গান সব সৃষ্টপ্রাণ,
তবু বিদ্যমান অসীম পরিমাণ অনুক্ত আখ্যান।
সব স্তবগান তোমারই জবান তোমারেই করি দান,
হে মহামহীয়ান, সদা-বিরাজমান সর্বশক্তিমান।।
কত যতœ করে তুমি তুলছো গড়ে মৌমাছির সংসার!
কত নিয়ম করে তিমির পেট ভরে তুলে দিচ্ছ আহার!
দুনিয়ারই মাঝে অনেক দুনিয়া যে অজানা-অচেনা আছে;
তারাদের রাজ্যে কত ধরা বিরাজে? সে হিসাব কার কাছে?
সকল দুনিয়ার সমস্ত ভাষার সমুদয় গুণগানÑ
সকলই তোমার, হে মহা করতার, দয়াল-মেহেরবান।।
আসমান-জমিনে ইহ-পরজীবনে তুমি একক মালিক,
প্রভু, তুমিবিনে, কভু বিচারদিনে, কেউ কি গো পাবে দিক?
বড় যতœ করে, লালন করে করে, তুমি মোরে তোলো গড়ে,
প্রেমশক্তিরে ভক্তির ভেতরে (পুরে) দাও মোর বুক ভরে।
তুমি যা দাও মোরে, সব দিয়ে তোমারে, করি সিজদাহ দান;
এ অক‚ল পাথারে আজি তুমি আমারে দাও আশ্রয়দান।।
ছন্দ: মাত্রাবৃত্ত (পূর্ণ পঙক্তি ২২ মাত্রা)
রচনাকাল: ১৮ সেপ্টেম্বর ২০২৪
ব্যাখ্যা: