লাল আমার পছন্দ,
আমার প্রিয়, আমার প্রেম,
আমার কথা, কবিতা, ছন্দ!
মুগ্ধ হলেম,
আমি প্রেমে পড়লেম_
অগ্নিরং, রক্তরং,
মৃত্যুসং, নৃত্যঢং_
কঙ্কালের।
লাল সুমুখে,
লাল চুমুকে,
হাসলাম বরং
অট্টহাসি,
বড্ড বেশি
অহঙ্কারের।
ফাগুন এলো, আগুন এলো;
শিমুল গাছের ফুল,
লাল প্রেয়সীর চিঠি দিলো;
করলেম সে প্রেম কবুল_
লালকুমারীর মনের ভাষা, চোখের আশা,
ঠোঁটের দিঠি, কণ্ঠের মিঠি, মাত্রার চিঠি_
জাগিয়ে দিলো ভালোবাসা…
লালের নেশাআআয় নিলাম ছুটি,
আমরা ক’ভাই পিঠাপিঠি…
(সে প্রেমে) লালের আগুন জ্বলল দ্বিগুণ,
দেখলাম যখন নিজের ভাইয়ের লাল;
নিজকে করলাম খুন;
সে যে ছিল ৮ই ফাল্গুন! (ক্লাইম্যাক্স)
লালের জন্য দিলেম লাল,
লাল দিয়েই লিখ মহাকাল!
লাল আমার বাংলা ভাষা,
লাল আমার বাংলাদেশ,
লাল আমার পতাকা, পরিচয়, ভালোবাসা;
লাল আমার মা, আমার মায়ের আদেশ!
বাংলার জন্য হলেম লাল,
বাংলায়ই লিখ মহাকাল!