হে দয়ার সাগর আল্লাহ, রহিম-রহমান,
আসমান-জমিনে কেউই নাই তোমার সমান;
হে আল্লাহ, তুমিই তো দিন-দুনিয়ার মালিক,
হে মাবুদ, তুমি ইহকাল পরকালের মালিক,
হে খোদা, তুমি জান্নাত-জাহান্নামের মালিক,
হে রব, তুমি কিয়ামত-পুলসিরাতের মালিক,
কত জগৎ যে বানিয়েছো তুমিÑ জানি না আমি,
সবকিছু সযতনে করছো লালন-পালন তুমি।
সেই তোমারে রেখে আমি ইজ্জত করবো কারে?
মোরে যা দিয়েছো, তার সব দিয়ে সিজদা দেই তোমারে।
তুমিই আমারে দিয়েছো যে এবাদতের শক্তি,
বুকভরা মোর ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তিÑ
সবটুকুই রাখি তোমার কুদরতি পায়ে,
তোমারি সকল তোমারে দিয়ে, পড়লাম লুটায়ে।
হে মাবুদ, কোন পথে আমি আজ পাব রে তোমারে?
সহজ-সোজা পাথ সহজে তুমি দেখাও আমারে।
যেই পথে তোমার প্রিয় বান্দারা হেটে যায়,
সেই পথেই তুমি সর্বদাই চালাও আমায়।
আর যে পথে গোমরাহ পথভ্রষ্টরা গেছে,
প্রভু, তুমি কভু নিও না মোরে সে পথের কাছে।
ছন্দ: মাত্রাবৃত্ত (পূর্ণ পঙক্তি ১৮ মাত্রা)
রচনাকাল: ১৫ সেপ্টেম্বর ২০২৪
ব্যাখ্যা: দুনিয়া ও আখিরাতে অনেক রকম জগৎ আছে। সকল জগতের মালিক, রক্ষক, প্রতিপালক ও প্রভু মহান আল্লাহ তা’য়ালা। এমনকি, আমাদের দেহ ও মনের যেসব বিষয়কে আমরা ‘একান্ত আমার’ বলে ভাবি, সেইসব বিষয়গুলোও আল্লাহই আমাদেরকে দিয়েছেন। আল্লাহ দেওয়া দেহ, জীবন, মন ও সম্পদÑ সবটুকুই আল্লাহর নির্দেশ অনুযায়ী খরচ করার মানসিকতা নিয়ে সবই আল্লাহর নিকট সমর্পণ করার নামই ইসলাম। আমাদের মনে আল্লাহরই দেওয়া ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তির সবটুকুই আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করে সিজদা দেওয়া হলো এবাদত। নিজের সুবিধামত নয়, বরং আল্লাহর নির্দেশিত পথই আমাদের চরম মুক্তির মহান পথ।