মুক্তাত্মা সমিতি কর্তৃক প্রকাশিত একটি অনলাইন সাময়িকী ’ইনডিপেনডেন্ট বাংলা’। এতে নিম্নোক্ত ধরণের লেখা প্রকাশিত হয়:
বিশ্লেষণী প্রবন্ধ: মুক্তাত্মা সমিতির সদস্যবৃন্দ কর্তৃক অধীত ও চর্চিত বিষয়াবলির ওপর সমিতির সদস্য ও শুভাকাঙ্খীগণ কর্তৃক রচিত বিভিন্ন প্রকার শাস্ত্রীয় ও বস্তুনিষ্ঠ প্রবন্ধ।
গবেষণা প্রতিবেদন: মুক্তাত্মা সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহণে রচিত ও জাতীয়/ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনের সারসংক্ষেপসহ উক্ত প্রকাশনার প্রচারের লক্ষ্যে রচিত বিভিন্ন প্রকার প্রতিবেদন।
সাহিত্য: বাংলা ভাষায় রচিত কবিতা, ছোটগল্প, সমােলোচনা প্রভৃতি।
সচেতনতা প্রতিবেদন: বিভিন্ন প্রকার সামাজিক সমস্যা, পরিবেশগত বিষয়াবলি, দুর্যোগ মোকাবেলা প্রভৃতি বিষয়ে সচেতনতামূলক প্রতিবেদন ও ফিচার।
জরুরি সহায়তা প্রতিবেদন: মুক্তাত্মা সমিতির সদস্যসহ যেকোন রোগগ্রস্ত ও বিপদগ্রস্ত ব্যক্তিবর্গের সহায়তার লক্ষ্যে রচিত গুরুত্বপূর্ণ প্রতিবেদন।