ইনিশিয়েটিভস ফর বাংলাদেশ রিফর্ম রিসাস (আই.বি.আর.আর)-এর গঠনতন্ত্র
প্রস্তাবনা
ভাগ ১: পরিচিতি
তফসিল ৭: কর্মসূচিসমূহের তালিকা
(১) গবেষণা: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ইনডিপেনডেন্ট বাংলার সদস্যবৃন্দকে গবেষণাকর্ম সম্পাদনা ও প্রকাশনায় আন্তঃসহযোগিতা প্রদান করা। এছাড়া, ইনডিপেনডেন্ট বাংলার নিজস্ব উদ্যোগে স্বল্প পরিসের সার্ভে ও অনলাইন সার্ভে পরিচালনা।
(২) দলদগত অধ্যয়ন: ইনডিপেনডেন্ট বাংলার সদস্যবৃন্দের ক্যারিয়ার পরিকল্পনার সঙ্গে মিল রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাপারে দলগত অধ্যয়ন (গ্রুপ স্টাডি) ও পরিচালনা।
(৩) সেমিনার, ওয়েবিনার ও সম্মুখ সংলাপ: বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর অনলাইনে ও ইন-পার্সন আলোচনার নিমিত্তে ওয়েবিনার, সেমিনার ও সম্মুখ সংলাপ পরিচালনা।
(৪) বৃক্ষরোপণ: পরিবেশ উন্নয়নের মহান ব্রত নিয়ে ইনডিপেনডেন্ট বাংলার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন ও বৃক্ষরোপণে সচেতনাবৃদ্ধিমূলক কার্যক্রম।
(৫) দুর্যোগ ঝুঁকি হ্রাস: দুর্যোগপূর্ব সচেতনতা বৃদ্ধি, দুর্যোগে সাড়াদান ও দুর্যোগপরবর্তী পুনর্গঠনে নানা প্রকার উদ্যোগ গ্রহণ।
(৬) লেখার চর্চা: বিভিন্ন সমসাময়িক বিষয়ে বস্তুনিষ্ঠ প্রবন্ধ লেখা এবং সাহিত্য রচনার ব্যাপারে পারস্পারিক সহযোগিতা, পিয়ার-রিভিউ প্রক্রিয়ায় সম্পাদনা এবং প্রকাশনায় দিকনির্দেশনা প্রদান করা।
(৭) শিক্ষা সম্প্রসারণ ও উন্নয়ন কর্মসূচি: সদস্যদের চাঁদা, অনুদান ও অন্যান্য উৎস থেকে গৃহীত অর্থরে একটি অংশ হতে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে টেকসই শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে বিভিন্নপ্রকার সৃজনশীল ও অভিনব উদ্যোগ গ্রহণ।