এই কবিতাটিরই সুরে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে একটি কবিতা লিখেছিলাম ২০১২ সালে। ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে একদিনে ৬ শিক্ষার্থী নিহত হলে উক্ত কবিতার সুর, ছন্দ ও কথা সংস্কার করে এই কবিতার প্রথম খসড়া প্রস্তুত করা হয়। সর্বশেষ সম্পাদনা ৫ আগস্ট ২০২৪।
ছন্দ: মাত্রাবৃত্ত, পূর্ণ ছন্দ ১০ মাত্রা