এ বিশ্বে সবার চেয়ে আমি বেশি দামি,
বেশি উত্তম, যৌক্তিক ও অসাধারণ।
আমায় নিয়ে করতে চেয়ে বেশি দামাদামি,
তুমি তো হারাবে দিক; তার কারণ_
আমিই তো ঠিক করেছি মোর মানদণ্ড।
এ বিশ্বে সবার চেয়ে আমি বেশি বদ,
বেশি অসৎ, অশুচি, অযৌক্তিক ভণ্ড_
তুমি বোঝাচ্ছো উল্টিয়ে! আমি কমবখ্ত?
বুঝিনি আমি? বুঝেছি: এটাও ঐ কাণ্ড!
তোমার ঐ মানদণ্ডে তুমি মান দেবে
যেমন, তেমনি হবে ফলাফল। আর
আমার এ মানদণ্ডে আমি যেমনভাবে
মাপবো, ফলটা হবে তেমনটাই তার।
আমাদেও ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি বলে
একি জিনিসকে ভিন্ন সমঝি সকলে।
কবিতার ধরণ: শেকস্পিয়ারীয় সনেট, ছন্দ: অক্ষরবৃত্ত, অমিত্রাক্ষর
রচনা: জুলাই ২০১০
প্রথম প্রকাশ: ২৯/১০/২০১০ (গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ) সর্বশেষ সম্পাদনা: ১৬ আগস্ট ২০২৪
ব্যাখ্যা: