নীল আকাশে উড়ছে পাখি,
বুঝলাম: আল্লাহ আছে।
দুঃখ পাই ভিখ হাঁকি,
যদি চাই মানুষের কাছে।
চেয়ে কিছু পাই বা না পাই,
গভীর তৃপ্তি মেলে পাছে,
যখন হৃদয় দিয়ে চাই
শুধুই আল্লাহর কাছে;
এখানে বোঝার কিছু আছে।।
এ বিশ্বে আল্লাহ আছে;
সৃষ্টিমাঝে নিদর্শন,
সেসব আমার খুব কাছে,
তবে পাই না যে দর্শন?
আমি এতোটাই ক্ষুদ্র
যে আমি আমি আমাকেই চিনি না;
আমি এতোটাই দরিদ্র
যে আমার বলতে আমার যা
আছে, সেটা হলো: ‘কিছুই না’।।
আমি চন্দ্র দেখি রাতে,
আর সূর্য দেখি প্রাতে;
শৃঙ্খলিত এ দুনিয়া
সবখানেই দেখি নিত্য,
সব চলে সূত্র মানিয়া;
বিশ্বে এ অমোঘ সত্য
এ নিয়ম মানানোর পিছে,
এতো ক্ষমতা কার আছে?।।
বিশ্বনবীর আগমণ
ও গুণাগুণের কিঞ্চিত
ইনজিলে প্রত্যয়ন,
আবেস্তা-বেদে ইঙ্গিত;
আমি বুঝলাম পাছে,
জান্নাতের কণার কাছে,
দুনিয়ার সব সুখ মিছে;
খোদার ডাকে পড়লে পিছে,
জবাব কী দেবো এজলাসে?
চলছে সত্যের লড়াই,
ইমানে যুদ্ধে এসো ভাই,
তুমি জিতলে সহজ হবে
ইসলামের বিজয়-পথ;
আর, মরলে তুমিও পাবে
সতত শহিদী ইজ্জত;
এ দুনিয়াতে মরে বা বেঁচে
হারাবার কিছুই কি আছে?
জন্মকালে কী ছিল কাছে? ।।
রচনাকাল: অক্টোবর, ২০১০; সর্বশেষ পরিমার্জন: ১৬ জুলাই ২০২৪
ছন্দ: মাত্রাবৃত্ত, ১০ মাত্রা