বিশ্বে আমি এক মুক্ত মানবসন্তান
যতদিন আছে দেহে প্রাণ, চির অম্লান,
আমি গাই মুক্তির জয়গান।
এ পৃথিবীতে এসেছি একা, আমরা সবাই,
বাঁচার জন্য কিছু অধিকার পেতে চাই
সবার তরে অবারিত সমান।
একেক ব্যক্তি আমরা একেক তো স্বার্থ,
একেক জীবনের একেক মত, পথ, অর্থ;
সবার স্বার্থের সম-সুরক্ষায় চলো,
একটি উদার সুষম ব্যবস্থা গড়ে তোলো,
যেথা সকলের সম-সম্মান।
করতে সকলের সম-মুক্তির আবাদ,
জন লক গড়লো মতবাদ: উদারতাবাদ;
গণতন্ত্র, গণমুক্তি, গণ-অধিকার,
মুক্তমিডিয়া, মুক্তমত, মুক্তবাজার,
প্রতিষ্ঠার এই আহ্বান।
উদারতাবাদ চায় সকলের সহযোগিতায়,
সকলের তরে এ উদার মুক্ত বসুধায়
উদার সমাজ, উদার রাষ্ট্র ও বিশ্ব,
যেখানে কেউ নয় রাজা, কেউ নয় নিঃস্ব,
কারো থেকে কারো নয় বেশি মান।
ইউরোপে, অ্যামেরিকায় ও অন্য দুনিয়ায়,
রাজনীতির ভিন্ন ভিন্ন বাস্তবতায়
নানা প্রশাখায় উদারতাবাদে বিভক্তি;
তবে, সব শাখার মূলসুর: মানবমুক্তি,
ব্যক্তি-অধিকার ও কল্যাণ।
“সকলের উদারতায় সকলের মুক্তি”_
এই মন্ত্র দেয় গণজাগরণের শক্তি;
ইংল্যান্ডের সেই গৌরবময় বিপ্লব,
মার্কিন স্বাধীকার ও ফরাসি বিপ্লব,
_এসব উদারতাবাদের দান।
ব্যাখ্যা
উদারতাবাদের জনক জন লক। …
ছন্দ: মাত্রাবৃত্ত, পূর্ণ পঙক্তি ১৭ মাত্রা, অপূর্ণ পঙ্কক্তি ১২ মাত্রা
রচনাকাল: ১৬ জুলাই ২০২৪