গাছেরও আছে প্রাণ
আমার আপনার মত
গরুরও আছে প্রাণ;
শুকুরের যত
প্রাণ আছে,ততটাই প্রাণ
ব্যাক্টেরিয়ারও আছে।
যদি প্রাণ বাঁচাবার নিয়তে শাকপাতা খান,
এই পাপ গরু খাবারই মত।
যদি প্রাণ বাঁচাতে এন্টিবায়োটিক খান,
এই পাপ কোরবানিরই মত।
প্রকৃতিতে না মারিলে প্রাণ
বাঁচিবে না বাস্তুসংস্থান,
না বাঁচিলে বাস্তুসংস্থান,
বাঁচিবে না কারোই প্রাণ।
প্রাণের বাঁচার তরেই প্রাণি মারার বিধান
সঠিকই আছে।
কুরবানি, পাঠা বলীর বিরোধিতার আগে
তাই আরো কিছু ভাববার আছে।