সুধী,
আইবিআরআর-এর সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্নে উল্লিখিত ৫টি অসমাপ্ত গবেষণাপত্র কাজ করার জন্য গবেষণা সহযোগী আহ্বান করা হচ্ছে।
1. Electoral reforms in Bangladesh: problems and prospects
2. Parliamentary democracy in Bangladesh: Problems and solutions
3. Reforming Article 70 of the Bangladesh Constitution: A Critical Analysis of Legislative Independence and Proposed Amendments /Analyzing the reform proposals of the Constitution of Bangladesh: A case study with Article 70
4. Reforming the fundamental principles of the state policy the Bangladesh Constitution: a critical analysis
5. Reform Judiciary in Bangladesh: Problems and Prospects
গবেষণাপত্রসমূহের বর্তমান অবস্থা/ অগ্রগতি
১. লিটারেচার রিভিউ লেখা (৪০-৭০% সম্পন্ন)
২. ইন্ট্রোডাকশন (৩০-৭০% সম্পন্ন)
৩. মেথডোলজি (৫০-৭০% সম্পন্ন)
৪. সার্ভে প্রশ্নপত্র প্রণয়ন, সার্ভে করা, ডাটা অ্যানালাইসিস ও বিশ্লেষণ রচনা (০%)
৫. কেআইআই গ্রহণ (০%)
৬. CELA মডেল ব্যবহার করে বিশ্লেষণী লেখা (০%)
৭. উপসংহার (০%)
অবশিষ্ট কাজগুলো করতে হবে। অবশিষ্ট কাজগুলো যাঁরা অংশগ্রহণ করবে তাঁরাই কো-অথর হবার সুযোগ পাবেন। এই ক্ষেত্রে, কাজ শুরু করার আগেই কাজ কী কাজ হবে এবং গবেষণাপত্রে কার কোথায় নাম থাকবে তা স্পষ্ট করে লিখে ইনডিপেনডেন্ট বাংলাতে নোটিশ আকারে প্রকাশিত হবে। দায়িত্ববন্টন, প্রকাশনাজনিত খরচ বহন, নাম অন্তর্ভূক্তিকরণ ও নামের ক্রম সবই আইবিআরআর-প্রকাশনা বিধি অনুযায়ী সম্পাদিত হবে। এই ব্যাপারে সবকিছু পরিষ্কার করেই কাজ শুরু হবে।
অবশিষ্ট কাজের চেকলিস্ট
১। গবেষণা প্রশ্নপত্র রচনা ও সম্পাদনা
২। গবেষণা প্রশ্নপত্র বিতরণ ও প্রচারণা (কমপক্ষে ৫০০ জন অংশগ্রহণকারীর নিকট হতে ফরম পূরণ করাতে হবে)
৩। গবেষণা প্রশ্নপত্রের ফলাফলের বিশ্লেষণী রচনা
৪। গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞের নিকট হতে সাক্ষাৎকার গ্রহণ (প্রতিজন কো-অথরকে কমপক্ষে ৩জন ব্যক্তির নিকট হতে সাক্ষাৎকার গ্রহণ করে তা লিপিবদ্ধ করতে হবে।
CELA মডেল ব্যবহার করে বিশ্লেষণী লেখা (০%)
৫। উপসংহার রচনা
সুতরাং, যাঁরা গবেষণাপত্রগুলোতে কাজ করে কো-অথর হতে চান, তাঁরা আগামী ৭ মার্চ ২০২৫-এর পূর্বে কোন গবেষণাপত্রে কী কী অবদান রাখতে পারবেন, সেটা জানিয়ে rajaabulkalamazad@gmail.com-এ ইমেইল করুন। এই গবেষণাসংক্রান্ত সমস্ত যোগাযোগ এই ই-মেইলে সম্পাদিত হবে। ৭ মার্চ ২০২৫-এর পরে এই গবেষণাপত্রগুলোতে নতুন করে আর কোনো কো-অথর নেওয়া হবে না। ৮ মোর্চ ২০২৫ আপনাদের আগ্রহের সাথে সমন্বয় করে একটি মিটিংয়ের মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
ধন্যবাদান্তে
মো. আবুল কালাম আজাদ,
সভাপতি, আইবিআরআর