”কেমন বাংলাদেশ চাই” গ্রন্থে সহলেখক আহ্বান

author
0 minutes, 0 seconds Read

“কেমন বাংলাদেশ চাই, ও কেমন বাংলাদেশ চাই না” শিরোনামে একটি যৌথ প্রবন্ধ গ্রন্থ রচনার প্রস্তাব এসেছে। গ্রন্থটিতে প্রতিজন রচয়িতা  এক বা একাধিক প্রবন্ধ রচনা করবেন। যাঁর যাঁর প্রবন্ধের সাথে তাঁর তাঁর নাম ও পরিচিতি থাকবে। আইবিআরআর-এর প্রকাশনা বিধি পরিপূর্ণভাবে অনুসরণ করে গ্রন্থটির যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হবে। এমতাবস্থায়, গ্রন্থটি রচনার উদ্যোগ গ্রহণ করা হলে আপনি কোন কোন বিষয়ে প্রবন্ধ লিখতে চান?

আপনার প্রবন্ধটিতে থাকবে:
(১) কোন কোন জায়গায় কী কী বিষয় সমস্যজনক তার তালিকা
(২) সমস্যা দূর করে কেমন অবস্থা দেখতে চান, তার তালিকা
(৩) আপনি যেমন অবস্থা দেখতে চান, সেটা করতে কী কী করা দরকার, তার তালিকা
(৪) আপনার চাওয়ার পক্ষে যুক্তি
(৫) আরো কোনো যুক্তি

প্রবন্ধটিতে পয়েন্ট আকারে কোন কোন সিস্টেমে কী কী পরিবর্তন চাই, এবং কেন চাই, তা তুলে ধরবেন। প্রতিটি প্রবন্ধ ১-৫ পৃষ্ঠার মধ্যে হওয়া বাঞ্চনীয়। লেখার কৌশল, নিয়মাবলি বিশদ গাইড করা হবে এবং প্রফেশনাল ব্যক্তিদেরকে দ্বারা এডিটও করানো হবে।

যাঁরা গ্রন্থটিতে সহলেখক হতে ইচ্ছুক, তাঁরা অনুগ্রহপূর্বক আগামী ৭ মার্চ ২০২৫-এর মধ্যে নিম্নোক্ত ফরমটি পূরণ করুন।

গ্রন্থটিতে সহলেখক হতে চাইলে নিম্নোক্ত ফরমটি পূরণ করুন:

সহলেখক আগ্রহ ফর্ম 

ধন্যবাদান্তে
মো. আবুল কালাম আজাদ,

সভাপতি, আইবিআরআর

author

admin

সাধারণ প্রতিবেদন ও বিবৃতি প্রকাশের জন্য সম্পাদনা বোর্ড-এর সদস্যবৃন্দ এই আইডি ব্যবহার করে থাকেন।

এই ধরণের আরো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial