বাস্তববাদের বাস্তবতা

উম্মাহর ইত্তেহাদ

ওরে সব আব্দুল্লাহ, সবার রব আল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সবার এক আল্লাহ, একই সাবিলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।

কোরাস: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।।

জাগো হে দৃঢ়-ইমান, বাঙালি মুসলমান,
ইমানদার সন্তান, মোদের এক জবান,
মোদের এক কোরান, আল্লাহর ফরমান,
মোরা তো এক পরাণ, ধরো ঐ এক  স্লোগান;
মিজানে একই পাল্লা, বিচারে এক আল্লাহ;
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।

কোরাস: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।।

ওগো প্রিয় হেফাজতি, ওগো প্রিয় জামায়াতি,
ওগো প্রিয় শরিয়াতি, ওগো প্রিয় মা’রেফাতি,
ওগো তাবলিগী সাথী, ও অন্যসব সারথি,
আমরা তো এক জাতি, হিদায়াতে এক বাতি,
একই রাসুলুল্লাহ, একই কালামুল্লাহ_
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।

কোরাস: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।।

ওরে আ’ম ও আলেম, তালেব ও মো’আল্লেম,
যদি না থাকে এলেম, মোরাই হবো জালেম,
একতা থাকলে কম, বেহাল হবে ক্বওম,
আকল থাকলে কম, মাহজুম (/মজলুম) হবে ক্বওম,
এক হও তাক্বিউল্লাহ, উম্মাতে রাসুলুল্লাহ_
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।

কোরাস: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।।

ওরে সুন্নি ওরে শিয়া, চলোরে ভালোবাসিয়া,
ইখতিলাফ নাশিয়া ও ইত্তেফাক চষিয়া,
হিকমত সাথে নিয়া, আখলাক্বকে চষিয়া,
বিধর্মীকে সাথে নিয়া, ভালোবাসিয়া বাসিয়া,
গড়িয়া দৌলাতুল্লাহ, হাসি হে মুমিনুল্লাহ_
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।

কোরাস: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।।

ছন্দ: ১৬ মাত্রার অক্ষরবৃত্ত ছন্দে আরবি ‘নাশিদ’-এর গঠন-কাঠামো অনুসরণ করে লেখা হয়েছে।
প্রেক্ষাপট: দেশের দুঃসময়ে বাংলাদেশের মুসলমান জনগোষ্ঠীর সকল দল, উপদল, গোষ্ঠী ও সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়েছে।

প্রথম রচনা তারিখ: ৩ আগস্ট ২০২৪। সর্বশেষ সম্পাদনা: ৯ আগস্ট ২০২৪।

author

রাজা আবুল কালাম আজাদ

Raja Abul Kalam Azad is a post-modern researcher, writer, journalist, environmental activist, and teacher. He completed his bachelor's and master's degrees in disaster management at the University of Dhaka. His various research articles have been published in reputed international journals. Currently, he is working as a teacher at a government school and serving as the coordinator of the Disaster Economics Unit of Disaster Perception, a Dhaka-based organization. He is the Secretary General of 'Muktatma Samiti' and one of the Members of the Independent Bangla Editorial Board.

এই ধরণের আরো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial