ওরে সব আব্দুল্লাহ, সবার রব আল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সবার এক আল্লাহ, একই সাবিলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
কোরাস: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।।
জাগো হে দৃঢ়-ইমান, বাঙালি মুসলমান,
ইমানদার সন্তান, মোদের এক জবান,
মোদের এক কোরান, আল্লাহর ফরমান,
মোরা তো এক পরাণ, ধরো ঐ এক স্লোগান;
মিজানে একই পাল্লা, বিচারে এক আল্লাহ;
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
কোরাস: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।।
ওগো প্রিয় হেফাজতি, ওগো প্রিয় জামায়াতি,
ওগো প্রিয় শরিয়াতি, ওগো প্রিয় মা’রেফাতি,
ওগো তাবলিগী সাথী, ও অন্যসব সারথি,
আমরা তো এক জাতি, হিদায়াতে এক বাতি,
একই রাসুলুল্লাহ, একই কালামুল্লাহ_
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
কোরাস: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।।
ওরে আ’ম ও আলেম, তালেব ও মো’আল্লেম,
যদি না থাকে এলেম, মোরাই হবো জালেম,
একতা থাকলে কম, বেহাল হবে ক্বওম,
আকল থাকলে কম, মাহজুম (/মজলুম) হবে ক্বওম,
এক হও তাক্বিউল্লাহ, উম্মাতে রাসুলুল্লাহ_
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
কোরাস: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।।
ওরে সুন্নি ওরে শিয়া, চলোরে ভালোবাসিয়া,
ইখতিলাফ নাশিয়া ও ইত্তেফাক চষিয়া,
হিকমত সাথে নিয়া, আখলাক্বকে চষিয়া,
বিধর্মীকে সাথে নিয়া, ভালোবাসিয়া বাসিয়া,
গড়িয়া দৌলাতুল্লাহ, হাসি হে মুমিনুল্লাহ_
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
কোরাস: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।।
ছন্দ: ১৬ মাত্রার অক্ষরবৃত্ত ছন্দে আরবি ‘নাশিদ’-এর গঠন-কাঠামো অনুসরণ করে লেখা হয়েছে।
প্রেক্ষাপট: দেশের দুঃসময়ে বাংলাদেশের মুসলমান জনগোষ্ঠীর সকল দল, উপদল, গোষ্ঠী ও সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়েছে।
প্রথম রচনা তারিখ: ৩ আগস্ট ২০২৪। সর্বশেষ সম্পাদনা: ৯ আগস্ট ২০২৪।