সম্মিলিত সংগ্রামে এবার রুখে দাঁড়াও বাংলাদেশ।
অস্তিত্বের সংগ্রামে এবার রুখে দাঁড়াও বাংলাদেশ।
তোমার অধিকার পাবার সব পথ গেছে থমকি,
বেঁচে থাকার প্রতিই আজ এসে গেছে বিরাট হুমকি;
হুমকির মুখে বুক পেতে সাঈদ গড়ছে প্রতিরোধ,
মরণকে করে আলিঙ্গন গড়ছে খুনীর গতিরোধ,
রক্ত- স্রোত রোধে, মুক্তির তাগিদে মরছে মানুষ, পুড়ছে দেশ।
সম্মিলিত সংগ্রামে এবার রুখে দাঁড়াও বাংলাদেশ।
এসো হে জাতীয়তাবাদী, এসো হে উদারতাবাদী,
এসো সেকুলার, মৌলবাদী, মাওবাদী, মার্ক্স্বাদী,
হে ইসলামের ঝাণ্ডাবাহী সাথী-রথী-মহারথী,
হে মানবাধিকারের মানবাধিকারে মুখপাত্র, গণতন্ত্রের সারথী,
দলের চেয়ে, মতের চেয়ে আগে যে তোমার দেশ।
সম্মিলিত সংগ্রামে এবার রুখে দাঁড়াও বাংলাদেশ।
এসো হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান বাংলাদেশি,
বিভেদের চেয়ে আমাদের ঐক্যের যে মূল্য বেশি।
হে বাঙালি, সান্তালি, চাকমা, মারমা, ত্রিপুরার সন্তান,
এক ভাই না বাঁচলে, বাঁচবে না যে অন্য ভাইয়ের প্রাণ।
সকলে সংগ্রামে এসো, বাঁচাও সকলকে, বাঁচাও এ দেশ।
সম্মিলিত সংগ্রামে এবার রুখে দাঁড়াও বাংলাদেশ।
হে মুক্তিকামী বাংলাদেশী, আজ এ গভীর সঙ্কটে,
পথেঘাটে লড়তে, মরতে, দৌড়াতে তোমাদের দিন কাটে।
যদি তোমরা পৃথক রও, তোমরা সবাই হবে শেষ
আর যদি এক হও, বাঁচবে সবাই, বাঁচবে এ বাংলাদেশ।
আর যদি তুমি ভয়ে পালাও, মরবে সবাই, মরবে দেশ।
সম্মিলিত সংগ্রামে এবার রুখে দাঁড়াও বাংলাদেশ।
ছন্দ: অক্ষরবৃত্ত। পূর্ণ পঙক্তি: ১৮ মাত্রা