“পাকিস্তান জিন্দাবাদ, কায়দ-ই-আজম জিন্দাবাদ”_ স্লোগানে স্লোগানে বাংলার জমিনে শুরু হলো আবাদ: ইসলামের জাগরণ, জমিদারি উচ্ছেদের আয়োজন, গরিবী টুটানোর মহারণ, ও জনগণের উন্নয়ন। চাঁদতারার নয়ানিশানে, জেলে-মাঝি-মজদুর-কিষাণে, যে খোয়াব দেখলো পাকিস্তানে ঈমানে, আজাদীর শানে, বড় পরিমাণে বরবাদ হলো সেই স্বপ্নের স্বাদ, স্বার্থের দ্ব›েদ্ব বেড়ে গেলো মন্দের আবাদ। পাকিস্তানের ছাপ্পান্ন ভাগই বাংলার সন্তান, বাকিরা পাঞ্জাবি, সিন্ধি, আফগান, হিন্দি-মোহাজেরান। […]
[প্রেক্ষাপট সদ্য সতেরো পেরুনো এক তরুণ মুস্তাকিল। সদ্যই ¯œাতকে ভর্তি হয়েছে। উদারতাবাদ, মার্কসবাদ, স্বাধীনতাবাদ ইত্যাদি নিয়ে কেবল সে সাগ্রহে শিখতে শুরু করেছে। যা কিছু সে শেখে, দাদুর কাছে গল্প করে। কী করে দেশের সব মানুষকে সত্যিকারের স্বাধীনতা দেওয়া যায়Ñ সেই তার ভাবনা। স্বৈরাচারের শোষণে নিপীড়নে অবরুদ্ধ জাতি। কিন্তু, সে এখনি শক্ত সংগ্রাম চায় না। তবু […]
কলকাতায় ক্লাইভের রংশালায় বাজে ঐ ‘দ্রাম দ্রাম’ ঢাকঢোল; মুর্শিদাবাদে লুৎফুন্নেসার আলয়ে আজি ‘হুঁ হুঁ’ কান্নার রোল! ব্রিটিশ বেনিয়া কোম্পানি নিয়ে নিল বাংলার শাসনের ভার, শোষণে অশনে অশনি, ছিয়াত্তরের মন্বন্তরে এ বাংলার এক তৃতীয়াংশ মানুষ ভাতের অভাবে করল ইন্তেকাল; আমাদের পূর্বপুরুষ দেখল এক নিকষ নৃশংস কাল! চিরস্থায়ী বন্দোবস্তে সমস্ত ভ‚মির মালিকানা চলে গেলো জমিদারদের হস্তে, যারা […]
ওরে সব আব্দুল্লাহ, সবার রব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবার এক আল্লাহ, একই সাবিলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরাস: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।। জাগো হে দৃঢ়-ইমান, বাঙালি মুসলমান, ইমানদার সন্তান, মোদের এক জবান, মোদের এক কোরান, আল্লাহর ফরমান, মোরা তো এক পরাণ, ধরো ঐ এক স্লোগান; মিজানে একই […]
হে বাংলাদেশের বীর সাহসী জনতা, হে নারী ও পুরুষ, হে আবালবৃদ্ধবণিতা, জাগো, জাগো হে আমার বাংলাদেশের সব সন্তান। হে আলোর দিশারী শিক্ষার্থী ও শিক্ষক, হে তাঁতি, জেলে, বণিক, শ্রমিক ও কৃষক, দেশের তরে জাগোরে তোমরা জান করে কোরবান। অস্ট্রিক, নিষাদ, আর্য, আরব, মঙ্গলে পুণ্ড্র সমতট, বঙ্গ, গৌড়, হরিকেলে, পাল, সেন, চন্দ্র আর কৈবর্ত সন্তানে, বারভুঁইয়া […]
সম্মিলিত সংগ্রামে এবার রুখে দাঁড়াও বাংলাদেশ। অস্তিত্বের সংগ্রামে এবার রুখে দাঁড়াও বাংলাদেশ। তোমার অধিকার পাবার সব পথ গেছে থমকি, বেঁচে থাকার প্রতিই আজ এসে গেছে বিরাট হুমকি; হুমকির মুখে বুক পেতে সাঈদ গড়ছে প্রতিরোধ, মরণকে করে আলিঙ্গন গড়ছে খুনীর গতিরোধ, রক্ত- স্রোত রোধে, মুক্তির তাগিদে মরছে মানুষ, পুড়ছে দেশ। সম্মিলিত সংগ্রামে এবার রুখে দাঁড়াও বাংলাদেশ। […]
লড়বার তরে নিজেরে করি সদা প্রস্তুত, মৃত্যৃদূত আসিবে, অভূত হইবে ভুত সময়রে মাগিয়া! করিবো যাহা, রইবে কেবল তাহা সতত, তাই কর্ম রহাই, কর্মরে বাঁচাবার তরেই যুদ্ধে যাই।
গাছেরও আছে প্রাণ আমার আপনার মত গরুরও আছে প্রাণ; শুকুরের যত প্রাণ আছে,ততটাই প্রাণ ব্যাক্টেরিয়ারও আছে। যদি প্রাণ বাঁচাবার নিয়তে শাকপাতা খান, এই পাপ গরু খাবারই মত। যদি প্রাণ বাঁচাতে এন্টিবায়োটিক খান, এই পাপ কোরবানিরই মত। প্রকৃতিতে না মারিলে প্রাণ বাঁচিবে না বাস্তুসংস্থান, না বাঁচিলে বাস্তুসংস্থান, বাঁচিবে না কারোই প্রাণ। প্রাণের বাঁচার তরেই প্রাণি মারার […]
জাগো বাঙালি জাগো ! বাঁচতে যদি চাও, তবে এবার জাগো, জাগতে যদি না পারো, তবে তুমি ভাগো; জাগোরে জাগো জাগো ! শোনো, না জেগে বাঁচা মানে মিথ্যে বাঁচা, রুহ বিনে দেহ__ সেটা তো মিথ্যে খাঁচা; বাঁচার আহ্বানে যে জাগ্রত নয়, সেই মিথ্যে খাঁচার কোনো মানে হয়? পূর্ণ করে বাঁচতে চাও এ জীবন? “নিজের বল […]
লাল আমার পছন্দ, আমার প্রিয়, আমার প্রেম, আমার কথা, কবিতা, ছন্দ! মুগ্ধ হলেম, আমি প্রেমে পড়লেম_ অগ্নিরং, রক্তরং, মৃত্যুসং, নৃত্যঢং_ কঙ্কালের। লাল সুমুখে, লাল চুমুকে, হাসলাম বরং অট্টহাসি, বড্ড বেশি অহঙ্কারের। আমরা ন্যায়ের জন্য হয়েছি লাল, জয়ের জন্য করেছি ইন্তেকাল, বাহান্নে, ঊনসত্তরে, একাত্তরে, অকাতরে দিয়েছি প্রাণ। বাঁচাইতে মানুষের প্রাণ, দেশের সম্মান, গাহিয়া সাম্য, ন্যায়বিচার ও […]
বল, আমি আজ মুক্ত, স্বাধীন, সদাজাগ্রত, নির্ভয়, নিশ্চিত, অধিকারে সচেতন, এমন প্রকট উন্নত, নিঃসংকোচ ও শক্ত।। আমি মুক্ত, এ আমার জন্মগত অধিকার; জাতি-ধর্ম-বর্ণ-দেশ নির্বিশেষ সবার অধিকার: মর্যাদাসহ নিরাপদে বাঁচার। সবার জন্য সমান স্বাধীনতার আমি দাবিদার, আমি উদ্যত রক্ত।। আমি কারো দাস নই, কেউই নয় দাস আমার; মানি না কারো প্রতিই অমানবিক অত্যচার; আমি জানি-মানি: আইন […]
ধূর্ত এক ক্ষুধার্ত শকুন ঐ যে দেখো আসছে উড়ে, তুমি কি আজি ব্যথিত খুবি তার ক্ষুধার কাতরে? তুমি কি জানো, কী আছে সুপ্ত তার ঐ বিমূর্ত মনে? তোমায় মেরে খুবলে খেতে কি জাগবে দয়া তার প্রাণে? শকুন তার অস্তিত্বের জন্য তোমার পিছে ধায়; পৃথিবীতে নিজেকে বাঁচানো তোমার একারই দায়। প্রাণের এরকম জগদ্ব্যবস্থায় কোনো নীতি নেই, […]