“রাষ্ট্রসংস্কারে বিএনপি’র ৩১ দফা: পর্যালোচনা, বিশ্লেষণী ও বাস্তবায়নের রূপরেখা” কিংবা “বিএনপি’র ৩১ দফা: একটি বিশ্লেষণী পর্যালোচনা’’, কিংবা ‘বিএনপির ৩১ দফার যৌক্তিকতা বিশ্লেষণ’ কিংবা অনুরূপ শিরোনামে একটি গ্রন্থ রচনার প্রস্তাব এসেছে, আইবিআরআর-এর কতিপয় সদস্যের নিকট হতে। পর্যাপ্ত সংখ্যক সহলেখক পাওয়া গেলে গ্রন্থটি রচনার উদ্যোগ নেওয়া হবে।
গ্রন্থটির কাঠামো:
প্রথম অধ্যায়: রাষ্ট্রসংস্কারে ৩১ দফার পটভূমি
দ্বিতীয় অধ্যায়: সেলা মডেল: যৌক্তিকতা বিশ্লেষণের পদ্ধতি বিশ্লেষণ
তৃতীয় অধ্যায়: ৩১ দফার ১ম দফা
চতুর্থ অধ্যায়: ৩১ দফার ২য় দফা
…. (অনুরূপভাবে)
৩৩টি অধ্যায়ে গ্রন্থটি বিভক্ত হবে।
গ্রন্থটির ৩-৩৩ অধ্যায়সমূহতে নিম্নোক্ত কাঠামো থাকবে:
(১) দফাটির প্রেক্ষাপট বিশ্লেষণ।
(২) দফাটিতে যা আছে হুবহু তুলে দিতে হবে।
(৩) দফাটির ইতিবাচক দিক (বাস্তবায়িত হলে দেশ ও জনগণের কী কী লাভ হতে পারে)
(৪) দফাটির নেতিবাচক দিক (দফাটি বাস্তবায়িত হলে দেশ ও জনগণের কী কী ক্ষতি পারে, দফাটি বাস্তবায়নে কী কী চ্যালেঞ্জ থাকতে পারে)
(৫) সেলা মডেলে বিশ্লেষণ: ইতিবাচক দিক গ্রহণ ও নেতিবাচক দিক বর্জনের কৌশলগুলো কী কী হতে পারে।
(৬) উপসংহার: দফাটি বাস্তবায়নের সম্ভাব্য সমাধান সেট: এবং সমাধানসেটগুলোর সমালোচনা
এইভাবে প্রতিটি অধ্যায় ৩-১০ পৃষ্ঠার মধ্যে সম্পন্ন হতে পারে।
গ্রন্থটিতে প্রতিজন রচয়িতা এক বা একাধিক অধ্যায় রচনা করবেন। যাঁর যাঁর অধ্যায়ের সাথে তাঁর তাঁর নাম ও পরিচিতি থাকবে। আইবিআরআর-এর প্রকাশনা বিধি পরিপূর্ণভাবে অনুসরণ করে গ্রন্থটির যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হবে।
বিএনপি’র ৩১ দফা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
গ্রন্থটিতে সহলেখক হতে চাইলে নিম্নোক্ত ফরমটি পূরণ করুন:
ধন্যবাদান্তে
মো. আবুল কালাম আজাদ,
সভাপতি, আইবিআরআর