গণঅভ্যুত্থানোত্তর গড়ে ওঠা গবেষণা সংগঠন ইনিশিয়েটিভস ফর বাংলাদেশ রিফর্ম রিসার্স-এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ অনলাইনে আয়োজিত এক সভায় সবগুলো পদে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে নিম্নের তালিকায় উল্লিখিত ব্যক্তিগণ নির্বাচিত হন।
গত ৬ আগস্ট ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্ত্বরে আয়োজিত এক সভায় গণঅভ্যুত্থানোত্তর বাংলাদেশ পুনর্গঠনের জন্য গবেষণা-ধর্মী কাজ এগিয়ে নেওয়ার জন্য একটি গবেষণা সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। অতপর, ৪ সেপ্টেম্বর ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্ত্বরে আয়োজিত আরেকটি সভায় ‘ইনিশিয়েটিভস ফর বাংলাদেশ রিফর্ম রিসার্স’ নামে একটি অপ্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করা হয়। অতপর অত্র উদ্যোগের যুক্ত ব্যক্তিদের অনলাইন আলোচনায় ইনিশিয়েটিভস ফর বাংলাদেশ রিফর্ম রিসার্স নামক একটি গবেষণা সংগঠনের গঠনতন্ত্রের খসড়া রচিত হয়। অতপর গত ৭ ফেব্রুয়ারি ২০২৫ ঢাকার পরিবাগস্থ আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সভায় খসড়া গঠনতন্ত্রটিতে স্বাক্ষরগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘ইনিশিয়েটিভস ফর বাংলাদেশ রিফর্ম রিসার্স’। এদিন গঠনতন্ত্র অনুমোদনের পর উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে কবি এনামূল হক পলাশকে নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত করা হয়। তাঁর ব্যবস্থাপনায় সর্বসম্মতিক্রমে মো. আবুল কালাম আজাদকে সভাপতি এবং এ.কে.এম আরাফাতকে সাধারণ সম্পাদক এবং মো. আশিফ করিমকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়, যা সংগঠনের সকল সদস্যের স্বাক্ষরদানের মাধ্যমে গৃহীত প্রস্তাব আকারে পাশ করা হয়।
অতপর, সভাপতি মো. আবুল কালাম আজাদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত নির্বাচনে কবি এনামূল হক পলাশকে অভিভাবক পরিষদের সদস্য এবং মুহাম্মাদ সাদ্দাম হোসেনকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়, যা পৃথক প্রস্তাব আকারে পাশ করা হয়।
এরই ধারাবাহিকতায় আজকের সভায় উপস্থিত সদস্যগণকে ৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত নির্বাচনের অদ্যকার সভায় প্রশ্ন করা হলে উপস্থিত সকল সদস্য উক্ত নির্বাচনকে সমর্থন করেন। অতপর, নির্বাহী পরিচালক, সাংগাঠনিক ব্যবস্থাপক, সহসভাপতি, সাংগাঠনিক সম্পাদক, গবেষণা সম্পাদক, প্রচার সম্পাদক, সম্মাদনা সম্পাদক, আইন সম্পাদক ও পাঠচক্র সম্পাদক পদে উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে বিভিন্ন ব্যক্তিগণকে মনোনীত করা হয়।
এমতাবস্থায়, সংগঠনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণের তালিকা নিম্নরূপ
সভাপতি: মোঃ আবুল কালাম আজাদ
নির্বাহী পরিচালক: মো. আশিফ করিম
সাংগাঠনিক ব্যবস্থাপক: শেখ সাদী ইমু
সাধারণ সম্পাদক: এ, কে, এম, আরাফাত
সহসভাপতি: মো. আবুল কাশেম
গবেষণা সম্পাদক: মো. আবদুর রহিম (আয়মান)
সাংগাঠনিক সম্পাদক: মো. জিহাদ
প্রচার সম্পাদক: জোবায়ের আহমেদ
সম্পাদনা সম্পাদক: এস এম মঈনুল হোসেন
কোষাধ্যক্ষ: মো. আশিফ করিম
আইন সম্পাদক: মো. আব্দুর রহিম (আয়মান)
দপ্তর সম্পাদক: মো. আবুল কালাম আজাদ
পাঠচক্র সম্পাদক: মো. জিহাদ