শেখ সাদী ইমুকে ‘যুগ্ম-সাধারণ সম্পাদক’ নিয়োগ

author
0 minutes, 1 second Read

আই.বি.আর.আর-এর গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৬ এর দফা ৪ অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত হইয়া অত্র সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ-সিদ্ধান্তে আইবিআআর-এর যুগ্মসম্পাদক হিসেবে ০৮/০২/২০২৫ হইতে ০৭/০২/২০২৬ পরযন্ত সময়ের জন্য শেখ সাদী ইমুকে ‘যুগ্ম-সাধারণ সম্পাদক’ পদে নিযুক্ত করা হইল। সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে তিনি সাধারণ সম্পাদকের সমস্ত দায়িত্বাবলি পালন করিতে পারিবেন; এবং সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে সাধারণ সম্পাদকের জন্য নির্ধারিত যেন কোনো দায়িত্ব পালন করিতে পারিবেন।

-একেএম আরাফাত
সাধারণ সম্পাদক,
ইনিশিয়েটিভস ফর বাংলাদেশ-রিফর্ম রিসার্স

author

admin

সাধারণ প্রতিবেদন ও বিবৃতি প্রকাশের জন্য সম্পাদনা বোর্ড-এর সদস্যবৃন্দ এই আইডি ব্যবহার করে থাকেন।

এই ধরণের আরো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial