গাছের মতো দেহ আমার, পাঁচখানা ডাল; ঢেউয়ের মত অবিরত কেটে যায় কাল। এক ফোটা নুর থেকে বেড়োয় অগ্নিরাশি, অগ্নির ঝলক থেকেই মাটি হয়ে আসি। সূর্য হতে ছিটকে পড়া এই বসুধায়, হিমালয়ের কোলে সাগরে জমি জেগে যায়, পাঁচখানা চরের তীরে চর জাগে আরো, পদ্মা, মেঘনা, যমুনায় ভাগ হয় তারো চড় চিড়ে নদী বয়, নদী তীরে চর […]
এ বিশ্বে সবার চেয়ে আমি বেশি দামি, বেশি উত্তম, যৌক্তিক ও অসাধারণ। আমায় নিয়ে করতে চেয়ে বেশি দামাদামি, তুমি তো হারাবে দিক; তার কারণ_ আমিই তো ঠিক করেছি মোর মানদণ্ড।এ বিশ্বে সবার চেয়ে আমি বেশি বদ, বেশি অসৎ, অশুচি, অযৌক্তিক ভণ্ড তুমি বোঝাচ্ছো উল্টিয়ে! আমি কমবখ্ত? বুঝিনি আমি? বুঝেছি: এটাও ঐ কাণ্ড! তোমার ঐ মানদণ্ডে […]