আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:২০ ঘটিকায় আয়োজিত অনলাইন মিটিংয়ে ১০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:
(১) গঠনতন্ত্রের প্রথম সংশোধনী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। [প্রথম সংশোধনী দেখতে এখানে ক্লিক করুন ]
(২) ১০ সদস্য-বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। [আইবিএরএর পূর্ণাঙ্গ কমিটি দেখতে এখানে ক্লিক করুন ]
(৩) আইবিআরআর-এর সকল সদস্যের সমন্বয়ে একটি বই রচনার সিদ্ধান্ত গৃহীত হয়। বইটির জন্য এমন একটি টপিক নির্ধারণ করা হবে যাতে সকলেই লিখতে পারে। সবাই একটি করে অধ্যায় প্রবন্ধ রচনা করবে, যা ৫-১০ পৃষ্ঠার মধ্যে হবে।
(৪) আইবিআরআর-এর ব্যবস্থাপনায় ইনডিপেনডেন্ট বাংলা (independentbangla.com) প্লাটফর্ম থেকে লাইভ টকশো আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বার্তাপ্রেরক
১। মো. আবুল কালাম আজাদ, সভাপতি, আইবিআরআর
২। আশিফ করিম, নির্বাহী পরিচালক, আইবিআরআর
৩। শেখ সাদী ইমু, সাংগাঠনিক ব্যবস্থাপক, আইবিআরআর
৪। একেএম আরাফাত, সাধারণ সম্পাদক, আইবিআরআর