আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু, সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী,
আওয়ামী লীগ মানে শামসুল হক, তর্কবাগীশদের নিঃশব্দ হাতছানি।
আওয়ামী লীগ মানে মজলুম জনতার করুণ কন্ঠস্বর,
কারাগারের আর্তনাদ, জনসভার জয়ধ্বনি-হুঙ্কার,
আওয়ামী লীগ মানে বায়ান্নর ভাষা আন্দোলন: স্বাধীনতার বীজ বোপন,
আওয়ামী লীগই যুক্তফ্রন্ট, ৫৪’র নির্বাচন (মুসলিম লীগের পতন),
আওয়ামী লীগ মানে মুক্তির দাবি ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান,
আওয়ামী লীগ মানেই ৭০’র নির্বাচন, ৭ই মার্চের সোহরাওয়ার্দী উদ্যান,
আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও একাত্তর,
আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, নতুন স্বপ্নের ভোর,
আওয়ামী লীগ মানে রাজনীতিতে গণতন্ত্র, অর্থনীতিতে সমাজতন্ত্র, ধর্মীয় স্বাধীনতার ধর্মনিরপেক্ষতা, আর জাতীয় মুক্তির জন্য বাঙালি জাতীয়তাবাদ,
আওয়ামী লীগ মানে জনতার মুখে হাসি, পেটে ভাত।
আওয়ামী লীগ মানেও জোহরা তাজউদ্দীন, আব্দুল মালেক উকিল,
আওয়ামী লীগ মানে শেখ হাসিনা: বাঙালির নিখিল।
আওয়ামী লীগ মানে আশা, ভরসা, স্বপ্নের স্থান,
আওয়ামী লীগই আমাদের লজ্জা, ইজ্জত, সম্মান।
স্রষ্টা আমাদের দিক তৌফিক,
কোটি কোটি বাঙালি যে আওয়ামী লীগকে স্বপ্নে দেখে সেই আওয়ামী লীগ,
ফিরিয়ে দিক।
জন্মজয়ন্তীতে এ আহ্বান রাজার,
ঘুচুক আঁধার,
নাগরিক হবার ভাগ্য হোক সব প্রজার।
২০১৪ থেকে এই আওয়ামীলীগ হয়েছে স্বৈরাচার,
গণতন্ত্রের হত্যাকারী এই আওয়ামীলীগ নস্যাৎ করেছে মানবাধিকার,
দিনে দিনে বহু ক্ষোভ হয়েছিল জড়ো
২০২৪ জুলাই গণহত্যা এই ক্ষোভকে করলো বড়,
ক্ষোভ থেকে দ্রোহ, দ্রোহ থেকে শক্তি,
৫ই আগষ্ট ২০২৪ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, জনগণের মুক্তি।