পানি, মাটি আর বাতাসের
অনন্য বিশিষ্টতায় এ বসুধায়
গড়ে উঠেছে প্রাণ, আমাদের
দেহ ও জড়ের বাস্তসংস্থান বদলায়
সদাই- পানি, মাটি ও বাতাসের
বিভিন্ন চক্রের নিয়ত গতিশীলতায়।
প্রকৃতির কারণে প্রকৃতি বদলে যায়।
তারই কারণে হঠাৎ থেমে যায় যদি
মানুষের জীবনের পথ, বলি সেটায়
‘প্রাকৃতিক দুর্যোগ’, যে অবধি
মানুষের জীবন স্বাভাবিক না হয়,
সে অবধি দুর্যোগ রয়।
মানুষেরই আচরণে যদি মানুষের জীবন
দূর্বীসহ, দূর্বীপাকে পড়ে যায়,
আর বহিঃস্থ সমাজের সহায়তা ছাড়া সে সমাজ সঙ্গীন
অসহায় পড়ে রয়
দুর্যোগ, তবে তাকেও কয়।