আমি যাচ্ছি তো যাচ্ছি চলে,
দূর থেকে বহু দূর
কাল থেকে বহুকাল, তল থেকে গভীর অতলে,
অনবরত, সুর থেকে আর সুর,
প্রেম থেকে আর প্রেম,
দেশ থেকে আর দেশ;
এই তো এলেম
জগত থেকে আর জগত, আর প্রতিবেশ।
এ থেকেও এই যাচ্ছি চলে,
দূর্বা ডগার শিশিরের কানে
আর দুকথা বলে।
ওহ! সেই তো আবার ওই দূর পানে
যাচ্ছে চলে, যাচ্ছে মিলে…
ওর তরে ভাই,
আর অপেক্ষা নাই;
আমার কাজে আমার থাকা চাই।
আর পানে যাই;
আর ভূতলে আর মধু খাই,
এই জগতের সকল ব্যথা ভুলে।
আর দেরি নাই
ও ভাই, যাচ্ছি ফেলে
যাচ্ছি চলে সুমুখ পানে দুলে।